ছবি পাইরেসি ও অশ্লীল ভিডিও বন্ধে র্যাবের সংবাদ সম্মেলন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আইনশৃঙ্খলা রক্ষা, বিচার বিভাগের নির্দেশনা বাস্তবায়ন কিংবা জনগণের অধিকার রক্ষার্থেই শুধু নয়, চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশে অশ্লীলতা ও ভিডিও-অডিও পাইরেসির মূলোৎপাটনেও সদা সচেষ্ট রয়েছে। আজ বুধবার বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করা হয় র্যাবের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিএফডিসির পরিচালনা পরিষদ, চলচ্চিত্রের শিল্পী ও সংগীতশিল্পীরা।
সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের পাইরেসি শুরু হয়েছে ৯০ সালের দিকে। ২০১৬ সালেও এ বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে সেটা দুঃখজনক। যে কোনো মূল্যেই পাইরেসি প্রতিরোধ করতে হবে।’
পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘আমার ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্রটি মুক্তির প্রথমদিনই নকল হয়ে যায়। পাইরেসির কারণে চলচ্চিত্রের সবাই আমরা অতিষ্ঠ। বহুদিন পরে হলেও র্যাব যে আমাদের পাশে দাঁড়িয়েছে এ জন্য র্যাবকে অনেক ধন্যবাদ।’
পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমার বিশ্বাস র্যাবের ভয়ে পাইরেসি বন্ধ হয়ে যাবে।’ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘চলচ্চিত্র এখন পাইরেসি ক্যানসারে আক্রান্ত। এ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। শেষ সময়ে এসেও র্যাব যে আমাদের পাশে দাঁড়িয়েছে, এ জন্য র্যাবের কাছে আমরা কৃতজ্ঞ।’
এদিকে চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা অমিত হাসান বলেন, ‘পাইরেসি বন্ধ না হলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। র্যাবের চলচ্চিত্র রক্ষা করার অভিযান সফল হোক।’ অভিনেতা শাকিব খান ও জায়েদ খান একই কথা জানান।
অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘শুধু পাইরেসি বন্ধ করলে চলবে না। সেই সঙ্গে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও শিল্পীদের দিকেও নজর দিতে হবে। এখনকার সময়ে অনেকেই আছেন, যাঁরা সিনিয়রকে সম্মান দিতে জানেন না। কাজের মানও তাদের খারাপ।’ এ সময়ের চিত্রনায়িকা পরী মণি বলেন, ‘গেল বছর আমার ছয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। খুব দুঃখজনক হলেও সত্যি আমার সব কয়টা চলচ্চিত্র পাইরেসি হয়েছে। আমি খুব কষ্ট পেয়েছি। কান্নাকাটিও করেছি অনেক। তবে এখন আমি বিশ্বাস করি, র্যাব হিরো হয়ে আমাদের চলচ্চিত্রকে ভিলেনের হাত থেকে বাঁচাবে। এতে আশা করি পাইরেসিও বন্ধ হবে।’
অন্যদিকে চলচ্চিত্রের শিল্পীরা ছাড়াও সংগীতশিল্পী ফাহমিদা নবী, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাহমিদা নবী বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। পাইরেসি বন্ধ হলে আমাদের জন্য অনেক উপকার হয়।’ হাবিব বলেন, ‘আমি বেশি কিছু বলতে চাই না। তবে এ ধরনের উদ্যোগ আমাদের জন্য কল্যাণকর হবে বলে মনে করি।’ আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ ও কুমার বিশ্বজিৎও একই কথা বলেন। গান বাঁচিয়ে রাখার জন্য সিডি পাইরেসি ও ফ্রি ডাউনলোড বন্ধ করার কথা জানিয়েছেন তাঁরা।
এদিকে এরই মধ্যে র্যাবের নজরদারি ও র্যাব ব্যাটালিয়নগুলোর তৎপরতায় এর আগে পাইরেসি ও অশ্লীলতার সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত ডন বিপ্লব, পাইরেসি তুষার, মো. বনি ইসলাম ওরফে নোবেলসহ দুই হাজার ৩০০ জনকে র্যাব গ্রেফতার করে। মামলা হয়েছে ৭৭৭টি, উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ ল্যাপটপ, এক হাজার ১৩টি সিপিইউ, এক হাজার ৩০৪টি সিডি/ডিভিডি রাইটার, ১২২টি হার্ডডিস্ক, তিন লাখ ৯৮ হাজার ৭৩৪টি পর্নো/অশ্লীল সিডি, ১৬ লাখ ৫১ হাজার ২৩৮টি পাইরেটেড সিডি, ৩১৭টি ব্লু ফিল্ম ও কাটপিস রিল, পোস্টার ৮৪ হাজার ৭৩০টি, সিডির নকল লেভেল চার লাখ ৮০ হাজার এবং লক্ষাধিক ব্যাংক সিডি।
এ ছাড়া গত ১৩ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাবের অভিযানে পাইরেট সম্রাট সাগর, জনি চৌকিদার, হাকিমসহ পাইরেসি চক্রের মোট নয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। হাকিমের স্বীকারোক্তি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাগরকে অস্ত্রসহ, হাকিমের সহযোগী রাজু এবং জুয়েলকে ইয়াবা ও পাইরেসি তৈরির বিভিন্ন সরঞ্জামাদি র্যাব আটক ও উদ্ধার করতে সক্ষম হয়।