শুরু হচ্ছে ঢাকা চতুর্দশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হচ্ছে ‘ঢাকা চতুর্দশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ১৮৪টি চলচ্চিত্র দেখানো হবে। ২২ জানুয়ারি শেষ হবে অনুষ্ঠান।
মূলত পাঁচটি ভেন্যুতে এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জাতীয় জাদুঘরে থাকছে দুটি ভেন্যু। এগুলো হলো—প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন। এ ছাড়া কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমণ্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও ইএমকে সেন্টার—এই পাঁচটি ভেন্যুতে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এর মধ্যে বেশির ভাগই বিনামূল্যে দেখানো হলেও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও পাবলিক লাইব্রেরির কিছু ছবিতে ৫০ টাকার টিকেট কাটতে হবে।
আজ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রখ্যাত সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’।