ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটিতে অংশ নিয়েছেন অবনী

সারাবিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুন্দরীদের নিয়ে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি-২০১৬’ প্রতিযোগিতা চীনে শুরু হয়েছে গত ১২ জানুয়ারি। বিশ্বের মোট ৭০টি দেশের নির্বাচিত সুন্দরীরা এই প্রতিযোগিতায় লড়াই করছেন।
বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মডেল মুঞ্জারিন মাহবুব অবনী। বাংলাদেশের আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন অবনী।
‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে অবনী বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে আমি তুলে ধরতে পারছি। এখানে সবাই ভালোভাবে গ্রহণ করেছেন আমাকে। এ জন্য অনেক ভালো লাগছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অবনী আরো জানান, চীনের খাবার ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাঁর কষ্ট হচ্ছে। তবে সবকিছু মিলিয়ে ভালো আছেন তিনি।
২০১৪ সাল থেকে র্যাম্প মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন অবনী। এরপর অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান তিনি।
এদিকে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি -২০১৬’প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। ১৯৮৬ সাল থেকে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতা শুরু হয়েছে। গত বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা সুন্দরীর হওয়ার মুকুট জিতেছেন ফিলিপাইনের মিচেল লুকাস।
Abony | World Miss University Bangladesh 2016
Abony | World Miss University Bangladesh 2016Organized by: Apurbo Dot Com www.apurbo.com
Posted by World Miss University Bangladesh on Sunday, 10 January 2016