সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি : ঝুমুর

পড়ালেখা, সৌন্দর্য, প্রতিভা—সব দিকেই তিনি এগিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছেন। মডেলিংয়ের মাধ্যমে পেয়েছেন ঈর্ষণীয় সফলতা। ছোটপর্দায় অভিনয়ও করছেন। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নাফিসা কামাল ঝুমুরের দৃষ্টি এখন ঢালিউডের রুপালি পর্দায়।
গত ডিসেম্বরে প্রকাশিত হয় ঝুমুরের প্রথম মিজিউক ভিডিও। ‘প্লিজ ডোন্ট ওয়াক’ গানে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। ওই মিউজিক ভিডিওর প্রসঙ্গ আসতেই তিনি বললেন, ‘আসলে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করার অংশ হিসেবেই মিউজিক ভিডিওটা করেছিলাম। কারণ সিনেমায় ভালো করার জন্য ভিডিওতে যথার্থ আউটপুট দেওয়াটা গুরুত্বপূর্ণ। গানের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি।’
অনেকে তো হুট করেই রুপালি পর্দায় চলে আসছেন—কথাটা বলেতেই ঝুমুরের জবাব, ‘আমি ভালো কিছু করতে চাই। তাই ভালোভাবেই নিজেকে প্রস্তুত করতে চাই।’ ঝুমুর নিজের লক্ষ্যের প্রতি কতটা অবিচল তা আরো স্পষ্ট হলো তাঁর পরের কথাগুলোয়, ‘এ জন্যই অভিনয় শেখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রুপ থিয়েটোরে আমি যোগ দিয়েছি। টানা এক সপ্তাহ শুটিং বন্ধ রেখে অভিনয়ের কর্মশালায় অংশ নিয়েছি। ছোটপর্দায় অভিনয়ে বেশি সময় দিচ্ছি। মিউজিক ভিডিওতেও কাজ করলাম।’
কবে নাগাদ রুপালি পর্দায় দেখা যাবে জানতে চাইলে ঝুমুর বলেন, ‘চাইলে তো সিনেমা করাই যায়। অনেকবার প্রস্তাব পেয়েছি, করিনি। এখন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। পুরো প্রস্তুতি নিয়েই শুরু করব। ভালো গল্পের ব্যাপারটা তো আছেই। তবে এ নিয়ে একদম তাড়াহুড়া নেই আমার।’
ঝুমুর প্রথম পরিচিতি পান ফেয়ার অ্যান্ড লাভলির ‘হার না মানা নারী’ বিজ্ঞাপনের মাধ্যমে। গলায় ক্যামেরা ঝুলিয়ে তিনি ফটোসাংবাদিক। হরতাল, সহিংসতাকে তুচ্ছ মনে করে এগিয়ে চলেছেন তিনি। বাস্তবেও ‘হার না মানা’ ঝুমুরের ওই বিজ্ঞাপনটি অসংখ্য নারীর অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এরপর ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ‘ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস’, প্রথমবারের মতো বাংলাদেশে ভিটের করা বিজ্ঞাপনের মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ঝুমুর।