তারকার মজার তথ্য
বাঁ হাতে লেখেন সুজানা জাফর

মডেলিং জগতের প্রিয় মুখ সুজানা জাফর। অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। জনপ্রিয় এই তারকার অনেক খবরই হয়তো আপনি জানেন। কিন্তু এটা জানেন কি, সুজানা লেখালেখি করেন বাঁ হাতে? এই বাঁহাতি হওয়ার কারণে বকাও খেতে হয়েছে সুজানাকে। শুনুন তাঁর নিজের মুখেই।
সুজানা বলেন, ‘ছোটবেলায় আমি পড়াশোনায় খুব ফাঁকি দিতে চাইতাম। শুধু আমি না, আমার ভাইবোনরাও ছিল পড়াশোনায় ফাঁকিবাজ। আমাদের একজন হোম টিউটর ছিলেন। সেই স্যারের নাম ছিল সোহেল। সোহেল স্যার অনেক কড়া ছিলেন। স্যার আসার আগে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম, স্যার যেন পড়াতে না আসেন। কিন্তু স্যার আসতেনই। স্যারকে ভয় পাওয়ার কারণও একটা ছিল। কারণ, আমি বাঁ হাতে লিখতাম। স্যার এটা একদম পছন্দ করতেন না। এ জন্য আমাকে অনেক বেশি বকা দিতেন তিনি। স্যারের অনেক মারও খেয়েছি আমি। তাই একপর্যায়ে স্যারের জন্যই শুধু ডান হাতে লেখার চেষ্টা করতাম। আবার স্যার যখন আমাদের পড়িয়ে চলে যেতেন, তখন বাঁ হাতেই লিখতাম আমি। এভাবে ক্লাস নাইন পর্যন্ত কখনো ডান, আবার কখনো বাঁ হাতে লিখেছি আমি।’
ক্লাস নাইনে ওঠার পর সোহেল স্যার আর পড়াতেন না বলে জানান সুজানা। তাই তিনিও ডান হাতে লেখা থেকে রেহাই পান। এর পর আর কোনোদিন ডান হাতে তিনি লেখেননি। সুজানা শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সোহেল স্যারকে এখনো মাঝেমধ্যে মনে পড়ে। বকা দিলেও স্যার অনেক ভালো পড়াতেন।’