শিশুদের বিনোদনের জন্য বাংলাদেশে অনুষ্ঠান খুব কম হয় : কাজী মোস্তফা

এনটিভির সিনিয়র প্রযোজক হিসেবে কর্মরত আছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এনটিভিতে প্রচারিত অনেক রান্নার অনুষ্ঠান প্রযোজনা করে সুনাম অর্জন করেছেন তিনি।
এক হাজারের ওপরে রান্নার রেসিপি নিয়ে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোস্তফা। সর্বশেষ তাঁর প্রযোজনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনী মাংসের ৩০ রেসিপি’ অনুষ্ঠানটি গেল ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছিল।
বর্তমানে রান্নাবিষয়ক অনুষ্ঠান কাজী মোহাম্মদ মোস্তফা প্রযোজনা করছেন না। এখন তিনি এনটিভির দুটি অনুষ্ঠান প্রযোজনা করছেন। একটি হলো ‘স্বাস্থ্য প্রতিদিন’ অন্যটি ‘আমরা সবাই রাজা’। দুটি দুই ধরনের অনুষ্ঠান।
এনটিভি অনলাইনকে কাজী মোহাম্মদ মোস্তফা বলেন, “ ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়। অনুষ্ঠানে তিনজন চিকিৎসক উপস্থাপক হিসেবে রয়েছেন। তাঁরা বিভিন্ন রোগের প্রাইমারি কেয়ারসহ অনেক পরামর্শ দিয়ে থাকেন। এ ছাড়া এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটা হেলথ টিপস রাখি। সব মিলিয়ে অনুষ্ঠানটি প্রযোজনা করে ভালো সাড়া পাচ্ছি আমি।”
অন্যদিকে, ছোটদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান ‘আমরা সবাই রাজা’ প্রযোজনা করতেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
অনুষ্ঠানটি প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়।
প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা বলেন, ‘এই অনুষ্ঠানে তারকা শিশু শিল্পী ছাড়াও আমরা অন্যদের সুযোগ দিয়ে থাকি। অনুষ্ঠানে নাচ, গান, অভিনয়, জোকস ও কবিতা আবৃত্তি পরিবেশন করে শিশু শিল্পীরা। শিশুদের বিনোদনের জন্য বাংলাদেশে অনুষ্ঠান খুব কম হয়। তাই এই ধরনের অনুষ্ঠান প্রযোজনা করতে পেরে দারুণ লাগছে।’