তাহসান ভাইয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ : শখ

চারপাশে রোদের উত্তাপ। তবে হালকা বাতাস বইছে। এমন পরিবেশে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পূর্বাচলপাড়ায় সবুজে ঘেরা খোলা মাঠে একটা গাছের নিচে দাঁড়িয়ে আলাপ করছেন তাহসান ও শখ।
তাঁরা এমনিতে এখানে বেড়াতে আসেননি। এসেছেন নাটকের শুটিং করতে। তাহসান ও শখ দুজনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। দুজনেই অভিনয় করছেন কয়েক বছর ধরে।
তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে জুটি বেঁধে কখনো কাজ করেননি তাঁরা। অবশেষে এবার দেখা যাবে তাহসান-শখ জুটিকে।
প্রথমবারের মতো ‘তোমায় ভালোবেসে’ শিরোনামে একটি রোমান্টিক নাটকে দেখা যাবে তাঁদের।
এই নাটকে তাহসান-শখের প্রেম-বন্ধুত্বের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান নাটকটির পরিচালক মোর্শেদ রাকিন।
নাটকে প্রথমবারের মতো তাহসান-শখ অভিনয় করলেও তাঁদের পরিচয় পুরোনো বলেই জানিয়েছেন শখ।
এনটিভি অনলাইনকে শখ আরো বলেন, ‘প্রচণ্ড গরমে শুটিং করেছি। তারপরও স্বস্তি পাচ্ছি কারণ নাটকের গল্প, সহশিল্পী ও ইউনিট চমৎকার। তাহসানের ভাইয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ।’
অন্যদিকে শখের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান তাহসান।
তাহসান-শখের ‘তোমায় ভালোবেসে’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে জানান নাটকের প্রযোজক সাব্বির চৌধুরী।