ইনস্টাগ্রামে শহিদ কাপুরের ৪০ লাখ ফলোয়ার
বলিউড তারকারা তাঁদের কাজের সব খবরাখবর সামাজিক মাধ্যমগুলোতে দিয়ে দেন। আর সে কারণে সব সামাজিক মাধ্যমেই তাঁদের সরব উপস্থিতি।
বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুইটার। তবে এর পাশাপাশি ফেসবুকেও তাঁরা বেশ সক্রিয়। এখন বলিউড তারকাদের তোলা ছবিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
তাই ভারতে ছবি তোলা ও শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামও জনপ্রিয় হচ্ছে দিন দিন। সেই ইনস্টাগ্রামেই শহিদ কাপুরের ফলোয়ার ছাড়িয়েছে ৪০ লাখ। আর এই মাইলফলক স্পর্শ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শহিদ। ছবিতে তিনি লিখেছেন, ‘৪০ লাখ! ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’
ইনস্টাগ্রাম ছাড়াও ফেসবুক, টুইটারেও বেশ সক্রিয় শহিদ। নিজের কাজ সম্পর্কে ভক্তদের জন্য নিয়মিত সর্বশেষ খবর দেন তিনি।
বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন শহিদ। এর মধ্যে রয়েছে অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’। এতে আরো অভিনয় করছেন দিলজিত দোসানজি, কারিনা কাপুর খান ও আলিয়া ভাট।
এ ছাড়া ভিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘রাঙ্গুন’ ছবির কাজে ব্যস্ত আছেন এই অভিনেতা। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কঙ্গনা রানাউত।
২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শহিদ কাপুর।