ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮
খলচরিত্রে চার্লিজ থেরন

গতি ও অ্যাকশন যাদের পছন্দ তাদের কাছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের কথা নতুন করে বলার কিছু নেই। এরই মধ্যে সাতটি কিস্তি মুক্তি পেয়েছে এই সিরিজের।
সামনে আসবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’। সিরিজের নতুন এই ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন মার্কিন অভিনেত্রী চার্লিজ থেরন। ছবিতে খলচরিত্রে অভিনয় করবেন তিনি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের অফিশিয়াল টুইটার পেজে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এই খবর নিশ্চিতভাবে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেবে। কারণ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে খলচরিত্রই থাকে মূল আকর্ষণ। প্রতি ছবিতেই দেখা যায় উপস্থিত হয় নতুন খলচরিত্র।
সর্বশেষ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম।
অন্যান্য চরিত্রে বরাবরের মতো থাকছেন ভিন ডিজেল, ডাউনি জনসন, মিশেল রদ্রিগেজ ও টায়রেস গিবসন। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ ছবিটি পরিচালনা করবেন এফ গ্যারি গ্রে। এরই মধ্যে আইসল্যান্ডে ছবিটির প্রাথমিক কিছু দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালের ১৪ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের এটাই প্রথম ছবি যেখানে থাকছেন না পল ওয়াকার। ২০১৪ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পল। তবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবির বেশির ভাগ কাজ শেষ করে গিয়েছিলেন তিনি।