গাড়ি দুর্ঘটনায় স্টারট্র্যাক তারকা আন্তনের মৃত্যু

দুর্ঘটনায় অকালে চলে গেলেন স্টারট্র্যাক তারকা আন্তন ইয়েলশিন। ছবি : সংগৃহীত
স্টার ট্রেক সিরিজের সর্বশেষ ছবিতে অভিনয় করা তারকা আন্তন ইয়েলশিন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির কাছেই দুর্ভাগ্যজনকভাবে নিজের গাড়ির আঘাতে স্থানীয় সময় রোববার রাতে মৃত্যু ঘটে তাঁর।
আন্তন ইয়েলশিনের গ্যারেজের রাস্তা থেকে হঠাৎ করেই পেছন দিকে গড়িয়ে তাঁকে আঘাত করে। এতেই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।
রাশিয়ায় জন্ম নেওয়া এই তরুণ অভিনেতা অনেক কম বয়সেই যুক্তরাষ্ট্রে চলে আসেন। ‘স্টার ট্রেক’ ছাড়াও ‘ক্রেজি’, ‘গ্রিন রুম’, ‘টার্মিনেটর স্যালভেশন’ ছবিতে অভিনয় করেছিলেন ২৭ বছর বয়স্ক এই অভিনেতা। তাঁর অভিনীত ‘স্টার ট্রেক বিয়ন্ড’ ছবিটি মুক্তি পাবে আগামী মাসে, যেখানে তাঁকে দেখা যাবে পাভেল চেকভ নামের একটি চরিত্রে।
আন্তন ছিলেন তাঁর মা-বাবার একমাত্র সন্তান। তাঁর পরিবার এই সংবাদ জানার পর গণমাধ্যমে কোনো কথা বলেননি।