গাড়ির ধাক্কায় আহত রায়ান রেনল্ডস

তারকাদের গাড়ির ধাক্কায় সাধারণের আহত নিহত হওয়ার কাহিনী বিচিত্র নয়। কিন্তু সাধারণের গাড়ির ধাক্কায় যদি কোনো তারকা আহত হন, তাও আবার রায়ান রেনল্ডসের মতো তারকা? বার্তা সংস্থা এপির খবরে জানা গেছে, গত রবিবার ভ্যানকুভারে এক গাড়ির ধাক্কায় আহত হয়েছেন হলিউডের এই খ্যাতনামা তারকা। তবে ড্রাইভার ঘটনাস্থল থেকে চম্পট দিলেও বহাল তবিয়তে রয়েছেন রায়ান।
রায়ানের মুখপাত্র লেসলি স্লোন এপিকে জানান, এক আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে এই দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার ঘটনার সঙ্গে সঙ্গেই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তেমন একটা আহত হননি রায়ান। ‘সে (রায়ান রেনল্ডস) ঠিক আছে’- লেসলি আশ্বস্ত করেছেন সবাইকে।
শুটিংয়ের কাজেই ভ্যানকুভারে ছিলেন রায়ান। তাঁর স্ত্রী ব্লেক লাইভলি অবশ্য তখন লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন ছবি ‘দ্য এজ অব অ্যাডেলিন’-এর প্রচারণায় ব্যস্ত।
এই দুর্ঘটনা নিয়ে অবশ্য হাসিঠাট্টা করতে ছাড়েননি ‘স্মোকিন’ এইসেস’ খ্যাত এই তারকা। সিবিসির এক রিপোর্টার তাঁকে টুইটারে জিজ্ঞাসা করেন দুর্ঘটনা প্রসঙ্গে, সাথে জিজ্ঞাসা করেন যে তিনি কীভাবে ফোনে সাহায্য চেয়েছেন। উত্তরে রায়ান টুইট করেন, ‘বিচকম্বার আবারও চালু করে দিন, আমিও সাথে সাথেই কল দেব!’ এ ঘটনায় যে তিনি সাহায্যের জন্য ফোন করে ডাকাডাকি করেননি, এই রসিক টুইটে তা ভালোই বুঝিয়ে দিয়েছেন রায়ান।
‘দ্য বিচকম্বারস’ জনপ্রিয় একটি কমেডি-অ্যাডভেঞ্চার ঘরানার টিভি সিরিজ। ১৯৭২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিবিসি টেলিভিশনে প্রচারিত হয়েছিল এই সিরিজটি।