এবার ট্রেনে মুসাফির শুভ

মারজান জেনিফাকে মেরে ফেলতে হবে। কারণ জেনিফা বেঁচে থাকলে বিপদে পড়বে টাইগার রবি। এদিকে জেনিফাকে বাঁচাতে মাঠে নেমেছে আরিফিন শুভ। সে জেনিফাকে সিলেট পর্যন্ত পৌঁছে দিতে চায় নিরাপদে। সেই উদ্দেশ্যেই ট্রেনে চড়েছেন শুভ আর জেনিফা। কিন্তু এখানেও নিস্তার নেই। হামলা হয় ওদের ওপর। তুমুল মারামারি লেগে যায় শুভ আর হামলাকারীদের মধ্যে। আজ বৃহস্পতিবার এমন এক দৃশ্যেরই শুটিং হয় জামালপুরগামী একটি ট্রেনে। কথা হচ্ছিল ‘মুসাফির’ ছবির শুটিং নিয়ে।
ছবির এই ফাইটিং দৃশ্যে নায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা মারজান জেনিফার ছাড়াও অংশ নিচ্ছেন জাদু আজাদ ও ২০ জন ফাইটার। রাত ১২টা নাগাদ চলবে শুটিং, এরপর পুরো টিম একই ট্রেনে করে ঢাকায় ফিরবে। ট্রেনের একটি বগি মুসাফির ছবির শুটিংয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছে।
শুটিংয়ের বিরতিতে টেলিফোনে ছবির নায়ক শুভ বলেন, ‘আমরা সকাল সাড়ে ১০টায় ট্রেনে যাত্রা শুরু করি। এখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। খুব ভয়ে আছি, কারণ এর আগের ফাইটে আমি কিছুটা আহত হয়েছিলাম। কারণ আমাদের সাথে যাঁরা কাজ করছেন তাঁরা সবাই আসল ফাইটার। তাঁরা কেউ এফডিসির ফাইটারদের মতো স্টান্ট ফাইটার নন। এর আগে হাতে অনেক চোট পেয়েছিলাম। দেখি এবার সাবধানে অভিনয় করব। মার খেলেও আপত্তি নেই, কারণ অ্যাকশননির্ভর দারুণ একটি চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারব।’
‘মুসাফির’ ছবির পরিচালক আশিকুর রহমান আশিক বলেন, ‘এই টিমের আমরা সবাই মুসাফির আর শুভ একজন পেশাদার খুনি। নায়িকা মারজান জেনিফাকে নিয়ে একটি গন্তব্যে যাবেন শুভ। পথে অনেক বাধা আসবে। এমন একটি গল্প নিয়েই আমরা কাজ করছি, তাই আমরা সবাই মুসাফির।’
পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মাণাধীন ছবিটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মারজান জেনিফা। এতে আরো অভিনয় করবেন টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং ও রেবেকা।
সংগীত পরিচালনা করবেন নাভেদ ও আশিকুজ্জামান অপু। লোগো ও পোস্টার ডিজাইন করছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটোরিয়ামে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।