আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

আগামী রোববার (৩ আগস্ট) বিশ্ব বন্ধুত্ব দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার (১ আগস্ট) দেশের হলে মুক্তি পাচ্ছে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি ‘উড়াল’ সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’।
তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক।
উড়াল সিনেমাটির গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।
নির্মাতা জানিয়েছেন, গল্প হচ্ছে এই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্দামকে দেশজ বয়নকৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে।
এটি নির্মাতা জোবায়দুর রহমানেরও প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের।
নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা জোবায়দুর রহমান। তিনি বলেন, ‘পর্দায় বন্ধুদের রসায়নটা যেন বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তাঁরা একসঙ্গে থেকেছেন, আড্ডা দিয়েছেন। সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাঁদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
সিনেমাটিতে মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ ও মীর সরওয়ার আলীসহ অনেকে অভিনয় করেছেন।