এনটিভিতে আজ ‘লেক ড্রাইভ লেন’

এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লেক ড্রাইভ লেন’। নাটকটি প্রতি সপ্তাহে সোমবার ও মঙ্গলবার প্রচার হয়। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু।
মুঠোফোনে নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমি উত্তরার একটি হাসপাতালে ‘লেক ড্রাইভ লেন’ নাটকের এখন শুটিং করছি। নাটকটি নির্মাণ করতে পেয়ে অনেক ভালো লাগছে। অনেক গুছিয়ে নির্মাণ করার চেষ্টা করছি। আজ নাটকটির ২৩ পর্ব প্রচার হবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, অপূর্ব, তানিয়া, সুইটি, তমালিকা, সৈয়দ হাসান ইমাম, আইরিন, পুঁথি, রূপু হিমেল, সাবিহা জামান।
‘লেক ড্রাইভ লেন’ নাটকের গল্পে দেখা যাবে, লুৎফর রহমান নামের একজন ব্যবসায়ীর গল্প। তিনি পর্যায়ক্রমে গড়ে তুলেছেন ‘রহমান’ গ্রুপ। লেক ড্রাইভ লেন দিয়েই তাঁর আবাসিক ব্যবসার শুরু। আজ তিনি নামকরা শিল্পপতি। একমাত্র ছেলে যায়েদ উচ্চাভিলাষী। অক্সফোর্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে বাবার ব্যবসাকে চ্যালেঞ্জ করে নিজে ব্যবসা শুরু করে। কিন্তু তার ব্যবসার ধরন ও আচরণ মোটেই পছন্দ করেন না বাবা। আবীর, রহমানের ছোট ভাইয়ের একমাত্র সন্তান। ছোট ভাইয়ের হঠাৎ মৃত্যুতে তাঁর ছেলে আবীরকে লুৎফর রহমান স্নেহ দিয়ে মানুষ করেছেন। সে চারুকলার পোস্টগ্রাজুয়েট করা আর্টিস্ট, লুৎফর রহমানকে বাবার মতোই শ্রদ্ধা করেন। পথশিশুদের কল্যাণে একটা এনজিও চালান তিনি। ব্যবসার প্রতি একেবারেই আগ্রহ নেই তাঁর।
এমনই এক সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘লেক ড্রাইভ লেন’ নাটকটি।