সুইটহার্ট ছবিতে থাকছে না বাপ্পীর কণ্ঠ

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা বাপ্পী ও মিম। রোমান্টিক এই ছবিতে তাঁরা দুজন দুর্দান্ত অভিনয় করছেনবলে জানান ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে ভালো অভিনয় করলেও
বাপ্পী ছবির ডাবিং করছেন না। বাপ্পীর জায়গায় ছবির ডাবিং করছেন উপস্থাপক ও রেডিও জকি ইভান সাইর।
এ প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির কাজ শেষ হওয়ার পর মনে হয়েছে কাজটি আমার চাওয়ার থেকেও ভালো হয়েছে। অ্যাকশন ছবিতে বাপ্পীর সংলাপ ও বাচনভঙ্গি চমৎকার। কিন্তু রোমান্টিক ছবিতে আমার মনে হয়েছে বাপ্পী না হয়ে অন্য কেউ ডাবিং করলে ভালো হয়। গত মাস থেকে ডাবিয়ের জন্য উপযুক্ত আমি কাউকে খুঁজছিলাম। অনেক অডিশনেরও আয়োজন করি। শেষ পর্যন্ত উপস্থাপক ইভানকে আমন্ত্রণ জানাই। অডিশন নেওয়ার পর তাঁকে আমরা নির্বাচন করি।’
উপস্থাপক ইভান সাইর বলেন, ‘দুদিন ধরে আমি ছবিটির ডাবিং করছি। আজই শেষ দিন। আমি প্রথমে জানতাম না আমাকে নির্বাচন করা হবে। প্রথমবারের মতো ডাবিংয়ে কণ্ঠ দিচ্ছি, প্রথমে একটু ভয় কাজ করলেও আত্মবিশ্বাস প্রবল ছিল। আমার জীবনে নতুন আরেকটি অভিজ্ঞতা যোগ হলো। আশা করছি দর্শকরা ছবিটি অনেক উপভোগ করবেন।’