ঢাকায় ‘বেন হার’

এ বছরের বহুল আলোচিত মার্কিন অ্যাডভেঞ্চার-ড্রামা চলচ্চিত্র ‘বেন হার’। তিমুর বেকম্যামবেটভ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যাক হোতন, টবি কেব্রেল, রদ্রিগো সান্তোর প্রমুখ।
গত বছরের ২ ফেব্রুয়ারি ইতালিতে ছবিটির শুটিং শুরু হয়েছিল। প্রায় পাঁচ মাস ধরে চলে ছবিটির দৃশ্যধারণের কাজ। গত ৯ আগস্ট মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় এবং গত ১৯ আগস্ট সারা বিশ্বে ছবিটি মুক্তি দেওয়া হয়। একই দিনে ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।