মা হলেন সারিকা

অভিনেত্রী সারিকা ও তাঁর সবজাতক সন্তান। ছবি : সংগৃহীত
মেয়েশিশুর মা হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা করিম। আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে তাঁর সন্তান ভূমিষ্ট হয়।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারিকা বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আজ ১২টা ১০ মিনিটে আমরা একটি মেয়েশিশু পেয়েছি।…আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় উপহার।…আলহামদুলিল্লাহ…। আমাদের নবজাতকের জন্য দোয়া করবেন।’
মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু করেন সারিকা করিম। অভিনেত্রী হিসেবেও সমান পরিচিতি পেয়েছেন তিনি। এরই মধ্যে বিজ্ঞাপনসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। মা হতে চলায় কয়েক মাস ধরে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।