প্রকাশ হলো এলিটার ‘এলিটা’

সংগীতশিল্পী এলিটা করিম ‘অন্তহীন’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এ গান তিনি গেয়েছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মাহাদীর সাথে। এক যুগেরও বেশি সময় ধরে সংগীতশিল্পী এলিটা গান করছেন।
চলচ্চিত্র, মিশ্র অ্যালবাম, নাটক ও টেলিফিল্মে গান করলেও একক অ্যালবাম কখনো তিনি প্রকাশ করেননি। এবারে নিজ নামে প্রকাশ পেল এলিটার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’। অ্যালবামটি যৌথভাবে প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ এবং মাল্টি সোর্সিং লিমিটেড। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিরোনা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শুভজিৎ রায়, মাল্টি সোর্সিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাফসির এম আওয়াল, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, জন, তানভীর তারেক, কোনাল, সন্ধি, অভিনেতা আবিরসহ আরো অনেকে। এ ছাড়া উপিস্থত ছিলেন গীতিকার জাহিদ আকবর ও রবিউল ইসলাম জীবন।
২০০৯ সালে এলিটা অ্যালবামটির কাজ শুরু করেন। এতে রয়েছে আটটি গান। গানগুলোর কথা লিখেছেন অনিক খান, রবিউল ইসলাম জীবন, আবদার রহমান, সন্ধি ও ফুয়াদ। সুর ও সংগীতায়োজন করেছেন অদিত, সন্ধি, শাকের, পলাশ ও ফুয়াদ। গানগুলোর শিরোনাম ‘উড়ে যেতে চাই’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মায়া’, ‘ভেঙ্গে গেল জড়তা,’ ‘গোধূলী’, ‘অপেক্ষা’ এবং ‘এমন কেন হলো’।
কেবল এলিটার একজন শুভাকাঙ্ক্ষী ও গুরুস্থানীয় নন, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তার একজন ভক্তও বটে। বক্তব্যে ঝরল এলিটার প্রতি অকপট প্রশংসা, ‘আমি আজ অনেক খুশি। এলিটার গানের ভক্ত আমি। এলিটা একজন সাংবাদিক, একজন সংগীতশিল্পী এবং একজন ভালো মনের মানুষ। এভাবে সে দিন দিন এগিয়ে যাচ্ছে। অনেক নিষ্ঠা ও সততার সঙ্গে ও কাজ করে। অনেক অনেক শুভ কামনা এলিটার জন্য।’
অ্যালবামের মোড়ক উন্মোচনের পর সবার উদ্দেশে এলিটা বলেন, ‘আমি অনেক অলস। তাই অ্যালবামটি করতে করতে দেরি হয়ে গেল। সাধারণত যে ধরনের গান করি এই অ্যালবামে সে ধরনের গানই করেছি। বেশির ভাগই মেলোডি ধাঁচের। গানের কথা আর সুরে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।’
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘এ দিনটা আগে হলে হয়তো ভালো হতো। এলিটা যেমন দুর্বার গতিতে গান গেয়ে এগিয়ে যাচ্ছে, ও আরো এগিয়ে যাক- এই কামনা করছি।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই অ্যালবামের ‘মায়া’ গানটির মিউজিক ভিডিও দেখানো হয়। গানটির কথা ও সুর করেছেন সন্ধি। মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন ইরেশ যাকের ও তিশা। সাথে অবশ্য এলিটাও ছিলেন! এ প্রসঙ্গে সন্ধি বলেন, ‘মায়া গানটি আমার বিয়ের আগে লেখা। এলিটা আপু গানটা দারুণ গেয়েছেন।’