অক্ষয়-অ্যামির ‘সিং ইজ ব্লিং’ কেমিস্ট্রি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/26/photo-1432629577.jpg)
দক্ষিণে অ্যামি জ্যাকসন সুপারহিট নায়িকা। দক্ষিণের বহু সফল তারকাই বলিউডে কেন যেন সুবিধা করতে পারেন না, প্রথম ছবিতে অ্যামিও পারেননি। এবারে অবশ্য ভাগ্য খুলে যেতে পারে তাঁর। ড্যাশিং অক্ষয় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এনডিটিভির খবরে দেখা গেল, অক্ষয়-অ্যামির রোমান্টিক স্ন্যাপে প্রকাশিত হয়েছে এ ছবির প্রথম ঝলক।
২০১২ সালে বলিউডে অভিষেক অ্যামি জ্যাকসনের। ‘এক দিওয়ানা থা’য় তাঁর বিপরীতে ছিলেন প্রতীক বাব্বর। ছবিটি ব্যবসাসফল না হলেও প্রতীক-অ্যামির অভিনয় আর দারুণ কেমিস্ট্রি, সঙ্গে এ আর রহমানের অসামান্য সুরে দুর্দান্ত কিছু গানের জন্য প্রশংসিত হয় ছবিটি। অক্ষয় কুমারের সঙ্গে এবারের ছবিতে ব্যবসা সাফল্যও পেয়ে যেতে পারেন শরীরে বিদেশি রক্ত বহন করা এই ভারতীয় অভিনেত্রী।
‘সিং ইজ ব্লিং’ ছবিটির দ্বিতীয় দফার শুটিং শেষ হয়েছে গোয়ায়। সেখানকার সেট থেকেই অক্ষয়-অ্যামির এ যুগল ছবি ফ্রেমবন্দী হয়েছে।
২০০৮ সালে আনিস বাজমির সুপারহিট ছবি ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়াল ‘সিং ইজ ব্লিং’। এবারে পরিচালক হিসেবে রয়েছেন ড্যান্স মায়েস্ত্রো প্রভুদেবা। আগেরবারের মতো এবারও ‘সিং সাহেব’ চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। মিসেস সিং চরিত্রে নাকি রয়েছেন বিপাশা বসু! এ ছাড়া থাকবেন লারা দত্ত। অর্থাৎ সুন্দরী আর আবেদনময়ীদের ছড়াছড়ি হতে যাচ্ছে এ ছবিতে।
‘সিং ইজ ব্লিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরের ২ অক্টোবরে।