নতুন ৬ গানে অঞ্জন দত্তের মিউজিক্যাল ওয়েব সিরিজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/19/a-datto.jpg)
দুই বাংলার জনপ্রিয় গায়ক ও অভিনেতা অঞ্জন দত্ত সম্প্রতি ঢাকা সফরে এসে কনসার্টে গান গাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করবেন।
এবার জানা গেল সিরিজটি বিস্তারিত, ‘দুই বন্ধু’ নামে সিরিজটি হবে মিউজিক্যাল; এ ওয়েব সিরিজে অভিনয় করবেন তমা মির্জা, সুপ্রভাত, শাওন চক্রবর্তী, অঞ্জন দত্তসহ দুই বাংলার শিল্পীরা
সিরিজটির প্রযোজক হাসিবুল হাসান তানিম বলেন, সিরিজটিতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। দুইজন বন্ধুর সঙ্গীত ভাবনাকে কেন্দ্র করে গানভিত্তিক এ ওয়েব সিরিজ শিগগির বিঞ্জ এর দর্শকরা দেখতে পাবেন। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
অঞ্জন দত্ত ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন। পরিচালনা করছেন ১৯৯৮ সাল থেকে। তবে নব্বই দশকে ‘বেলা বোস’, ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’র মতো গান দিয়ে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এর পরের অঞ্জন দত্তের গল্পটা সবারই কমবেশি জানা। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তাঁর অভিনীত ও পরিচালিত সিনেমার ঘরানাও আলাদা। নাগরিক মানুষের হৃদয় তো ছুঁয়েছেনই, তাঁর গানজুড়ে রয়েছে অসংখ্য চরিত্র, যাঁরা শহরের অলিগলি থেকে ছুটে বেড়াচ্ছেন পাহাড়ের কোলে।