অনন্যার জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাবা চাঙ্কি পান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/30/anana_pandey.jpg)
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ২৫তম জন্মদিন আজ সোমবার (৩০ অক্টোবর)। ভারতের অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। বলিউডের এই উঠতি তারকা এরই মধ্যে নজর কেড়েছেন সবার। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে বলিউডে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী।
জন্মদিনের প্রথম প্রহরে বন্ধুদের সঙ্গে কেক কেটেছেন অনন্যা। এদিকে প্রথম প্রহরে মেয়ে অনন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা চাঙ্কি পান্ডে। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ রজতজয়ন্তী আমাদের প্রিয় অনন্যা।’
অনন্যার মা ভাবানা পান্ডেও মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ের শৈশবের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ছোট ড্রামা কুইনের জন্মদিন, অনেক ভালোবাসি তোমাকে।’
অনন্যাকে এ বছর দেখা গেছে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল টু’-সিনেমাতে। গত ২৫ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ব্যবসা করেছে সিনেমাটি। অনন্যাকে সামনে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায়। সিনেমাটি চলতি বছরের শেষে মুক্তির কথা রয়েছে।