৩১ ডিসেম্বর আসছে ‘ওমর’র ফার্স্ট লুক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/21/omor.jpg)
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘ওমর’। সিনেমাটির কাজ ইতোমধ্যে শেষ করছেন নির্মাতা। আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির জন্য বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘গত সেপ্টেম্বর মাসে টানা ২৫ দিন ‘ওমর’সিনেমার শুটিং করেছি। সিনেমার শুটিংয়ের আগে ঠিক করেছিলাম কাউকে কোনো ছবি তুলতে দেওয়া হবে না। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিং এর কাজ শেষ, এখন চলছে বাকি সম্পাদনার কাজ। আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। এরপর কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।’
অভিনেতা রাজ বলেন, ‘এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস, স্পন্সর সবকিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।’
‘ওমর’ সিনেমার চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে 'মাস্টার কমিউনিকেশনস'র ব্যানারে। সিনেমার নাম ভূমিকায় থাকছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান ও এরফান মৃধা শিবলু।