৪৮ বছরে স্নাতকত্তোর স্ত্রী, টুইঙ্কেলকে নিয়ে গর্বিত অক্ষয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/17/akshay.jpg)
৪৮ বছর বয়সে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করছেন টুইঙ্কেল খান্না। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সেই ডিগ্রি হাতে পেলেন অক্ষয়-ঘরণী। ফিকশন রাইটিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।
স্ত্রীর এই কীর্তিতে গর্বে বুক ভরে গেছে অক্ষয়ের। সমাবর্তন অনুষ্ঠানে স্ত্রীয়ের সঙ্গে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিষ্টি একটি ছবি পোস্ট করে অক্ষয় লেখেন, ‘২ বছর আগে যখন তুমি আমাকে বলেছিল ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ! কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছ, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে ও সন্তানদের খেয়াল রাখছ—বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’
টুইঙ্কেল সমাবর্তনের দিন মঞ্চে উঠে প্রশংসাপত্র হাতে নেওয়ার ভিডিও পোস্ট করেছেন। যেখানে ছোট্ট একটি বার্তাও দিয়েছেন। তাতে লেখা, ‘অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে। গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনও ভাবি না জানি কোন জনমের ঘটনা! রৌদ্রজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।’
রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল। এখন লেখালেখির পাশাপাশি প্রযোজনায় মন দিয়েছেন টুইঙ্কেল।