'আয়নাবাজি' এখন ওটিটির পর্দায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/09/424103888_367579879317059_4978873782671302360_n_0.jpg)
নির্মাতা অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। ক্যারিয়ারে দীর্ঘদিন অপেক্ষার পর বড়পর্দায় অভিষেক দিয়েই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে খরার সময় ‘আয়নাবাজি’ নতুন এক সম্ভাবনা তৈরি করে।
এবার ‘আয়নাবাজি’ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায়।
চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। চঞ্চল চৌধুরী তার অসাধারণ অভিব্যক্তি, বুদ্ধিমত্তা ও বহুমুখী চরিত্রে অভিনয়ের পারদর্শিতাকে অসাধারণভাবে কাজে লাগিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন এই চলচ্চিত্রে। অভিনয় শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও সিনেমাটোগ্রাফি দিয়ে সব দর্শকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল।
'আয়নাবাজি' তার অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা দিয়ে ৭টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। সিনেমাটি এখন হইচইতে তার এক্সক্লুসিভ স্ট্রিমিং-এর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করতে যাচ্ছে। এটি ২০১৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত একটি যুগান্তকারী চলচ্চিত্র।
এই চলচ্চিত্রটি তার অনবদ্য গল্প দিয়ে দর্শকদের মনে একটি ঘোর সৃষ্টি করে যা দর্শকদের সিনেম্যাটিক জার্নিতে একটি ভিন্নমাত্রা যোগ করে যা দর্শকরা আগে কখনও দেখেননি। তাছাড়া এর অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং সাউন্ডস্কেপগুলো দর্শকের আবেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ৭টি জাতীয় চলচ্চিত্রের পাশাপাশি ২০১৬ সালে সব স্তরের দর্শকের মন জয় করে নিয়েছিল এই চলচ্চিত্র।