ভালোবাসা দিবসে ন্যান্সির ‘সাতটি মাস’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/13/nancy.jpg)
ছবি : ফেসবুক থেকে নেওয়া
ভালবাসা দিবসকে কেন্দ্র করে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির নতুন গান মুক্তি পেতে যাচ্ছে। ‘সাতটি মাস’ শিরোনামে রোমান্টিক এই গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন এহসান রাহী।
কিছুটা বিরতির পর ডুয়েট গানে ফিরলেন এহসান রাহী। গানটির সুর ও করেছেন তিনি। নতুন এই গান প্রসঙ্গে এহসান রাহীর ভাষ্য, গানটির সূচনা জীবনের গল্প নিয়ে।
গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী। ন্যান্সির সঙ্গে এটিই প্রথম ডুয়েট গান গীতিকারের। গানটির সংগীত আয়োজন করেছে সেতু চৌধুরী।
‘সাতটি মাস’ গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘শব্দ কারিগর’ এর ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে।