ঢাকাই সিনেমার ‘গসিপ কুইন’ অপু!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/gallery-images/2023/07/01/apu-biswas-t.jpg)
ছবি : অপু বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া।
অপু বিশ্বাসকে ঢাকাই সিনেমার ‘গসিপ কুইন’ বললেন চিত্রনায়ক ইমন। তার মতে, ঢালিউডের সব খবর থাকে এই নায়িকার কাছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তারার ক্যানভাস অনুষ্ঠানের ‘জানতে চাই’ সেগমেন্টে এমন মন্তব্য করেন এই নায়ক।
এ সময় উপস্থাপক তার কাছে জানতে চান, ঢালিউডের গসিপ কুইন কে, এমন প্রশ্নে অবলীলায় ইমন উত্তর দেন, অপু বিশ্বাস। এরপর তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে—অপু বিশ্বাসের কাছে সব খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এজন্য মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই।
সেইসঙ্গে নায়ক ইমন আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে।