চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/03/sabina_yasmeen.jpg)
জনপ্রিয় কণ্ঠশিল্পী গানের ‘পাখিখ্যাত’ সাবিনা ইয়াসমিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি দীর্ঘ সাড়ে তিন মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ মে বাংলাদেশে ফিরেছেন এ গায়িকা।
জানা গেছে, সাবিনা ইয়াসমিন এখন ঢাকায় নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন। চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য তিনি আবারও সিঙ্গাপুর যাবেন।
আজ সোমবার (৩ জুন) সকালে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীত শিল্পী ফাইরুজ ইয়াসমিন বাঁধন। বাঁধন তার মায়ের বর্তমান অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়’।
বাঁধন আরও বলেন, ‘তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশ মতো তাকে চলতে হবে’।
সাবিনা ইয়াসমিন পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীত ভুবনে বিচরণ করছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। বাংলা সংগীতে অসামান্য অবদান রাখার জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও পান এ গুণী শিল্পী।