বন্ধ হচ্ছে মধুমিতা সিনেমা হল, হবে মাল্টিপ্লেক্স
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/modhumita_cinema_hall.jpg)
প্রায় অর্ধশত বছর পেরোনো ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা হল ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণধার ইফতেখার নওশাদ। আসছে রোজার ঈদে উৎসবের সিনেমা চালিয়ে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হবে। দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক মন্দায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মালিক।
এ বিষয়ে ইফতেখার নওশাদ গণমাধ্যমকে বলেন, ‘সিনেমা নাই, কী করবো হল চালু রেখে। যে সিনেমা মুক্তি পাচ্ছে সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজার ঈদের সিনেমা চালানোর পর মধুমিতা বন্ধ করে দেবো।’
জানা যায়, সিনেমা হলটি ভেঙে সেখানে উঠবে বহুতল বাণিজ্যিক ভবন। তবে সেখানে মাল্টিপ্লেক্স থাকবে বলেও জানিয়েছেন নওশাদ।
ইফতেখার নওশাদ আরও বলেন, ‘এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। তবে নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে রয়েছে। দেখা যাক কতটা কি করতে পারি।’
১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।