‘নেক্সট ডোর নেইবার’ নিয়ে আসছেন পার্থ-আইশা

আদনান, এলোমেলো আর কিছুটা দায়িত্বহীন ব্যাচেলর। প্রতিবেশী বিপাশার সাথে তার ধীরে ধীরে বন্ধুত্ব হয়। আদনান প্রেমে পরে যায় বিপাশা; বাবা-মায়ের সামনে আদনানকে স্বামী হিসেবে অভিনয় করতে বলে।
আদনান-বিপাশা তাদের অনুভূতি ও সম্পর্কের জটিলতা নিয়ে ভুগতে থাকে। শেষে কি তারা কোনো সমাধানে পৌঁছাতে পারবে—এমনই এক দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নেক্সট ডোর নেইবার’।
মাহমুদা সুলতানা রীমা পরিচালিত ভালোবাসা দিবসের এই নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আইশা খান ও পার্থ শেখ। পার্থ ও আইশা জুটি হিসেবে বেশ কিছু কাজ করলেও এই নাটকে অভিনয়ের অভিজ্ঞতা একদম ভিন্ন ছিল বলেন জানান তারা। দুইজনই বেশ উচ্ছ্বসিত কাজটা নিয়ে।
আইশা খান বলেন, ‘গল্পটা প্রথম শোনার পর থেকেই মনে হয়েছিল আমি কাজটা করতে চাই। আর শ্যুটের সময় আরও মনে হয়েছে বছরের শুরুটা করলাম ভালো একটা কনটেন্ট আর জোস একটা টিমের সাথে। আমার ডিরেক্টর রীমা আপু, সহ-অভিনেতা, ডিওপি, কস্টিউম টিমসহ পুরো টিমের কাছে আমার কৃতজ্ঞতা।’
পরিচালক মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমার পুরো টিমকে। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। সেই সাথে বঙ্গ টিমকেও অশেষ ধন্যবাদ। আমরা সবাই মিলে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। এখন দর্শক কাজটা পছন্দ করলেই আমাদের কষ্ট স্বার্থক।’
‘নেক্সট ডোর নেইবার’-এর কাহিনী লিখেছেন তানভীর গাজী এবং চিত্রনাট্য করেছেন মাহমুদা সুলতানা রীমা ও রাবি আহমেদ। আগামীকাল ১৫ ফেব্রুয়ারি নাটকটি উন্মুক্ত হবে বঙ্গতে।