বৃষ্টির দিনে ঘরে বসে শুনুন জনপ্রিয় কিছু গান

প্রকৃতির এক অপার সৌন্দর্য জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে। অনেক রোমান্টিক মুহূর্তের সাক্ষী এই বৃষ্টি। তাই তো কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অন্য দিন থেকে মেঘলা দিনে একটু বেশি আবেগী হয়ে ওঠেন। বিশেষ করে বৃষ্টির সঙ্গে গানের সম্পর্কটা নিবিড়। প্রেম আর ভালোবাসা কিংবা অনুভুতির সব ভাষা বলে দেয়া বৃষ্টির দিনে তাই শুনতে পারেন কিছু গান। চলুন জনপ্রিয় কয়েকটি বৃষ্টির গান সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
বৃষ্টির দিনে কিংবদন্তী শিল্পী রুনা লায়লার কণ্ঠে গাওয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ শিরোনামে গানটি এখন পর্যন্ত একবিন্দু শ্রেষ্ঠত্ব হারায়নি। রুনা লায়লা এখনও কোনো মঞ্চে উঠলেই এই গানটি গাওয়ার অনুরোধ আসবেই।
আজি ঝরঝর মুখর বাদল দিনে
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বৃষ্টির উপস্থিতি সবসময় অসাধারণ। এ নিয়ে প্রায় ১০০র বেশি গান তিনি লিখেছেন। সেই তালিকায় অন্যতম ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’।
এই মেঘলা দিনে একলা
বৃষ্টি নিয়ে যারা গান শুনতে চান তাদের প্লেলিস্টে অন্যতম পছন্দ গানটি হচ্ছে-‘এই মেঘলা দিনে একলা’ শিরোনামের এই গানটি। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আজও শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়। বৃষ্টির গানের তালিকায় এটি পাকাপোক্ত আসন করে নিয়েছে। গানের লাইনগুলো বৃষ্টির দিনে যে কাউকে উদাস করে দেয়ার জন্য যথেষ্ট।
একদিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্তের সবচেয়ে জনপ্রিয় বৃষ্টির গান এটি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তার ‘অঞ্জন দত্ত কলকাতা ১৬’ অ্যালবামের এই গানটি আজও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।
বৃষ্টি তোমাকে দিলাম
বৃষ্টির দিনে শ্রীকান্ত আচার্যের জনপ্রিয় গানের একটি ‘বৃষ্টি তোমাকে দিলাম’। গানটি লিখেছেন লীলাময় পাত্র ও সুর করেছেন জয় সরকার।
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
‘ডিফারেন্ট টাচ’-এর নব্বই দশকের জনপ্রিয় বৃষ্টির গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। ১৯৯০ সালে এই গানটি প্রকাশ হয়েছিল।
এই বৃষ্টি ভেজা রাতে
তরুণদের নিকট তুমুল জনপ্রিয় আর্টসেল ব্যান্ডের ‘এই বৃষ্টি ভেজা রাতে’ শিরোনামের গানটি। এতে প্রকাশ পেয়েছে বর্ষায় আপনজন পাশে না থাকার বেদনা।
অঝোর বৃষ্টি
দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বালামের ‘অঝোর বৃষ্টি’ শিরোনামের গানটি আপনার সন্ধ্যাটা করে তুলতে পারে একটু অন্যরকম। ‘ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি’ কথার গানের সুরে হারিয়ে যান প্রকৃতির বৃষ্টিস্নাত সৌন্দর্যে।
ঝুম
বৃষ্টিতে বাইরে বের হতে পারছেন না? ঘরে বসে একঘেয়ে লাগছে? তাহলে শুনতে পারেন মিনার রহমানের ‘ঝুম’ গানটি। মেঘলা দিনের আবেগী মন নিয়ে এ গান শুনতে শুনতে একটু নতুন করে খুঁজতে পারেন চেনা-অচেনা ভালোবাসাকে।