‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপের হাড় ভেঙেছে, মাথাতেও আছে চোট

‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোমবার। জানা গেছে, দিল্লিতে এক গানের অনুষ্ঠানের জন্য উত্তরাখন্ডের চাম্পাহাট থেকে যাত্রা শুরু করেছিলেন গায়ক।
পুলিশ সূত্রে খবর, গাজরাউলা থানার সামনে আচমকাই রাস্তার পাশে দাঁড়ানো এক ক্যান্টার ট্রাককে ধাক্কা দেয় তাঁদের গাড়িটি। গাড়িতে সে সময় পবনদীপ ছাড়াও ছিলেন তাঁর বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিং। পাশেই থানা, পুলিশ আসতে দেরি করেনি। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় পবনদীপ ও তাঁর সঙ্গীদের। কিন্তু চোট গুরুতর হওয়ায় তড়িঘড়ি নয়ডায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।
হাসপাতাল সূত্রে খবর, তিন জনেরই চোট গুরুতর। হাত-পায়ের হাড় ভেঙেছে পবনদীপের। মাথাতেও চোট লেগেছে গায়ক। অবস্থা স্থিতিশীল হলেও বেশ কয়েকটি অস্ত্রোপচার হবে তাঁর।
পুলিশের ডেপুটি সুপারিডেন্টেন্ট শ্বেতভ ভাস্কর গণমাধ্যমকে বলেন, দুটো গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন গাড়ির চালক। সেই কারণেই এই দুর্ঘটনা।
২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি।