ভিডিও কলে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন মাহি, চোখ রাখুন এনটিভিতে

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি দর্শকদের সাথে সরাসরি ভিডিও কলে আড্ডা দিতে আসছেন এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতের আড্ডা’য়। আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই বিশেষ আয়োজনে মাহির সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্বে থাকবেন ইমতু রাতিশ।
এনটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, দর্শকরা জুমের মাধ্যমে সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে মাহিকে প্রশ্ন করতে, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে বা আড্ডা দিতে পারবেন। অংশগ্রহণের লিংক অনুষ্ঠান শুরুর আগে এনটিভির ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি, দর্শকদের ফেসবুক কমেন্ট সরাসরি টিভি স্ক্রিনে প্রদর্শিত হবে, যা মাহিও দেখতে পাবেন এবং প্রিয় ভক্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাবেন।
অনুষ্ঠান প্রসঙ্গে মাহি বলেন, দর্শকদের সঙ্গে সরাসরি এই সংযোগের সঙ্গে আমি খুবই উদগ্রীব। তাদের গল্প শোনা, প্রশ্নের উত্তর দেওয়া এবং একসাথে কিছু মজার মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি।
দর্শকরা চাইলে ফেসবুক কমেন্টের মাধ্যমেও মাহিকে তাদের মনের কথা জানাতে পারবেন।
এনটিভি কর্তৃপক্ষ জানায়, এই আয়োজন শুধু বিনোদনই নয়, দর্শক-শিল্পীর মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে বলে তারা আশাবাদী।
কীভাবে যুক্ত হবেন?
এনটিভির ফেসবুক পেজ বা এনটিভি নাটক ইউটিউব চ্যানেল থেকে লাইভ জুম লিংক সংগ্রহ করে ভিডিও কলে যুক্ত হতে পারবেন দর্শকরা। রাত সাড়ে ১১টায় শুরু হবে এই আড্ডা, যা এনটিভির পর্দায়ও সরাসরি সম্প্রচারিত হবে।