৪ সিনেমা হলে জয়ার ‘জয়া আর শারমিন’

বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির ভেতর দিয়ে বোনা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’। পাঁচ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে পিপলু আর খান নির্মিত এই সিনেমা।
আজ ১৬ মে থেকে এটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা (বসুন্ধরা, মহাখালী, সীমান্ত সম্ভার) এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমায়।
সিনেমাটিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জয়ার সিনেমা মানেই দর্শকের বাড়তি আগ্রহ। অথচ এবার মাত্র ৪টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি—যা দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রীর ক্যারিয়ারে প্রথম।
নির্মাতা পিপলু আর খান জানান, ‘এটি ইনডিপেন্ডেন্ট সিনেমা। মাত্র দুটি চরিত্র, নারী প্রধান। তাই প্রেক্ষাগৃহের মূল চেইনে ঢুকতে পারিনি। আমাদের সীমিত সাধ্যে সিনেপ্লেক্সে মুক্তি দিচ্ছি, আরও কয়েকটি হলে দেখানোর কথা চলছে।’
করোনাকালে আটকে পড়া দুই নারীর সম্পর্ক, বন্ধন আর বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্প ‘জয়া আর শারমিন’। শুটিং হয়েছিল কঠিন সময়ে, মাত্র ১৫ দিনে।
চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। অভিনয়ে আছেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তটিনী।