৯৫ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে নেটফ্লিক্স, ২০২৫ সালে কী দেখছেন দর্শক?

২০২৫ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা হয়েছে যে সিরিজটা, সেটা ‘স্কুইড গেম’ না। শীর্ষে আছে এক নতুন ব্রিটিশ সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। মাত্র মার্চে মুক্তি পেয়েছে, আর এতেই বাজিমাত! চার মাসেই সিরিজটা দেখা হয়েছে ১৪ কোটি ৪৮ লাখ বার; সঙ্গে এমি অ্যাওয়ার্ডে মনোনয়নও পেয়েছে ১৩টি। খবর দ্য হলিউড রিপোর্টারের।
১৩ মার্চ মুক্তি পেয়েছিল আট পর্বের এই লিমিটেড সিরিজটি। ‘অ্যাডোলেসেন্স’-এর গল্প ঘোরে এক পরিবারের তিন পুরুষ সদস্যকে ঘিরে—বাবা, দুই ছেলে আর তাদের ভাঙা সম্পর্কের জটিল আবর্তে। অভিনয়ে ছিলেন মার্ক স্ট্যানলি, স্টিফেন গ্রাহাম এবং ওউয়েন কুপার। টানটান আবেগ, বাস্তবতা আর ন্যারেটিভ স্টাইলই এই সিরিজকে করে তুলেছে দারুণ জনপ্রিয়।
এদিকে ‘স্কুইড গেম’ এর দ্বিতীয় সিজন যদিও বেশি সময় দেখা হয়েছে, তবু পিছিয়ে গেছে সংখ্যায়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেখা হয়েছে ১১ কোটি ৭৩ লাখ বার। জুনের শেষদিকে আসা তৃতীয় সিজন মাত্র ৪ দিনেই পেয়েছে ৭ কোটি ১৫ লাখ ভিউ!
নেটফ্লিক্স বলছে, তারা যেভাবে হিসাব করে সেটা একটু ভিন্ন—যত ঘণ্টা দেখা হয়েছে, সেটা দিয়ে মোট কতবার দেখা হয়েছে হিসাব করে। যেহেতু ‘অ্যাডোলেসেন্স’ ছোট সিরিজ, তাই তার ভিউ দ্রুত বেড়ে গেছে।
শুধু সিরিজ নয়, সিনেমার দিকেও নেটফ্লিক্সের ছিল বেশ সাফল্য। ২০২৫ সালের প্রথমার্ধে সবচেয়ে বেশি দেখা সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’, যা দেখা হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ বার। জানুয়ারির মাঝামাঝি মুক্তি পাওয়া সিনেমাটি পেয়েছে দীর্ঘ সময়ের সুবিধাও।
দ্বিতীয় স্থানে রয়েছে টাইলার পেরি পরিচালিত ‘স্ট্র’, যেটা মাত্র ৬ জুন মুক্তি পেয়েই ১০ কোটি ২৯ লাখ ভিউ অর্জন করেছে।
নেটফ্লিক্স বলছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গোটা বিশ্বে প্রায় ৯৫ বিলিয়ন ঘণ্টা তাদের কনটেন্ট দেখা হয়েছে, যা ২০২৪ সালের শেষার্ধের তুলনায় কিছুটা বেশি।
২০২৫ সালের প্রথম ছয় মাসে যে ১০ সিরিজ বেশি দেখা হয়েছে নেটফ্লিক্সে

২০২৫ সালের প্রথম ছয় মাসে যে ১০ সিনেমা বেশি দেখা হয়েছে নেটফ্লিক্সে
