ভিড় ঠেলে শুভশ্রীর হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব

'ধূমকেতু' মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।
সব আলোচনার অবসান ঘটিয়ে ফের বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে মায়ের পূজাও দেন। সেই দিন লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রংমিলান্তিতে ধরা দিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি।

দেব ও শুভশ্রী দু'জনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সেখানে তাদের পুজো দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আজ সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। তার আগে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন তাঁরা। পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে। তবে এখানেই শেষ নয়। এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাড়ান।
কিন্তু এখানেই শেষ নয়। এরপর ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, অতি যত্নে শুভশ্রীকে আগলে তার হাত ধরে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও।
তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। যা দেখে মুগ্ধ হয় ভক্ত-অনুরাগীরা। একজন লেখেন, ‘এটা ওঁর দায়িত্ব।’ আর একজন লেখেন, ‘ভালো লাগছে।’ আর এক নেটিজেন লেখেন, দুজনেই ভীষণ সুইট। এই দু’জনকে একসঙ্গে দেখলে মনে হয় সব পরিপূর্ণ।'
প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু' সিনেমার। তারপরই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন সিনেমা মুক্তি পায়নি। মাঝে ১০ বছর কেটে গিয়েছে। তবে তাতে এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। অবশেষে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) 'ধূমকেতু' মুক্তি পাচ্ছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।