ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার হয়। ফারুকীর স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ওই স্ট্যাটাসে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘আজ (রোববার) বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
রোববার রাত ১১টায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান হোয়াটসঅ্যাপে একই বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে।
রোববার দুপুরে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছিল, ফারুকীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়।
প্রসঙ্গত, কক্সবাজারে সরকারি সফরে থাকাকালীন শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।