কানাডায় ২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি-ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে হিমি জানিয়েছেন, রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন হিমি। যার উচ্চতা ২১০ ফুট। নতুন এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পূর্বে তাঁর ভাইয়ের সঙ্গে আলোচনা করেন। কিন্তু বাড়িতে এ বিষয়ে একদমই জানাননি।

ব্রিটিশ ম্যাগাজিন ও ওয়েবসাইট টাইম আউটের তথ্যানুযায়ী, কানাডার মন্ট্রিয়ালে বাঞ্জি হচ্ছে কুইবেক (কানাডিয়ান প্রদেশ) ও কানাডার সর্বোচ্চ বাঞ্জি জাম্প, যার উচ্চতা ২১০ ফুট (৬৯ মিটার) এবং এটি পানির উপরে অবস্থিত।
জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান এই অভিনেত্রী। পারবেন না পারবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন হিম। নিজের ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় হিমি লাফ দেওয়ার পূর্বে ভয় নিয়ে বসে আছেন। তাঁর চেহারায় এক ধরনের আতঙ্ক। অবশেষে লাফ দিয়ে পড়ার সময় দীর্ঘ চিৎকার দেন হিমি। এরপর বেশ কয়েকবার চিৎকার দিয়েছেন তিনি। এ থেকে বোঝা যায় এই অভিজ্ঞতা হিমির জন্য সহজ ছিল না। সবশেষ সুস্থ-স্বাভাবিকভাবেই নেমে আসেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন হিমি। ভিডিওটি এখন পর্যন্ত সাড়ে সাত লাখ মানুষ দেখেছে। আর কমেন্ট বক্সে হাজারো অনুসারীরা তার সাহসের প্রশংসার পাশাপাশি নিজেদের ভয়ের কথাও লিখেছেন।