বিচ্ছেদ জল্পনা বাড়তেই কড়া বার্তা যশ-নুসরাতের

সমস্ত জল্পনায় জল ঢাললেন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত-নুসরাত জাহান। গত কয়েকদিনে টলিপাড়ায় খবর রটেছিল, ভাঙন ধরেছে এই তারকাজুটির সম্পর্কে। তারা নাকি আলাদা থাকছেন। এমনকি, সম্প্রতি পুত্র ঈশানের জন্মদিনে যশকে দেখতে না পাওয়ায়, সেই বিচ্ছেদে প্রায় সিলমোহর দিয়ে দিয়েছিল নেটপাড়া। কিন্তু সবার মুখ বন্ধ করে ফের একসঙ্গে হাজির এই তারকা জুটি।
এদিকে গুঞ্জন বাড়তেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একফ্রেমে হাসিখুশি মুখে ধরা দেন যশ-নুসরাত। নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তাদের বক্তব্য, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’
এই পোস্ট দেখে স্বস্তিতে যশ-নুসরাতের অনুরাগীরা। অনেক দিন পরে একসঙ্গে তারকাজুটিকে দেখে তারা শুভেচ্ছা জানিয়েছেন পোস্টের কমেন্টে।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এক সাক্ষাৎকারেও অভিনেত্রী জানিয়েছিলেন, ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। এদিকে গত বুধবার গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায়। এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে।