অভিনেত্রী থেকে এবার তিনি কবি

চলচ্চিত্র জগতে ঋতুপর্ণা সেনগুপ্তের অবদান বলে বোঝানো যাবে না। অভিনয় করা বা একজন নামি অভিনেত্রী হয়ে ওঠার পাশাপাশি বিভিন্ন ভূমিকায় তাকে দেখেছেন দর্শক। এবার অভিনেত্রী থেকে ‘কবি’ ঋতুপর্ণা। না, এ কোনও সিনেমার চরিত্র নয়। বরং বাস্তবেই এবার কবি হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী।
শুধু অভিনয় নয়, সমানতালে সংসার এবং সন্তানকে সময় দেওয়ার পরেও তিনি নিজের জীবনের বিভিন্ন ঘটনা কবিতার আকারে লিখে ফেলেছেন। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সবটাই তিনি তুলে ধরেছেন তার কবিতার বই ‘মাই ব্যালকনি সি এন্ড আদার পোয়েমস’ বইতে। অবশেষে সেই বইই প্রকাশ পাচ্ছে। ঋতুপর্ণার সেই কবিতাই এবার অনুবাদ করা হয়েছে ফরাসি ভাষায়। কলকাতার বুকে আগামী ৩০ আগস্ট আলিয়াস ফ্রাঁসোতে হবে আনুষ্ঠানিকভাবে এই বইপ্রকাশ অনুষ্ঠান। এই বই অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী।
চলতি বছরটা বেশ ব্যস্ততার সঙ্গেই কাটছে ঋতুপর্ণার। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে অভিনেত্রীর। শুক্রবার (২৯ আগস্ট) বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’ সিনেমা। ছেলের জন্মদিনের দিনেই সিনেমা মুক্তিতে ভীষণ আনন্দিত অভিনেত্রী। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। বেলা সিনেমাটি বানিয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায়।