কালো-সোনালির সুপার গ্ল্যাম লুকে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রেও সমানতালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়ার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এই তারকার ফটোশুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই কালো হাই হিল, কানে বড় মুক্তার ড্রপ দেওয়া দুল এবং হাতে স্টেটমেন্ট আংটি নজর কাড়ছে। হালকা মেকআপ, ন্যুড লিপকালার থাকলেও পুরো মেকওভারে গ্ল্যাম আমেজ। চুলের স্ট্র্যান্ডসে আরও আকর্ষণীয় করে তুলেছে জয়াকে।
প্রসঙ্গত, গত পাঁচ মাসে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে জয়াকে। জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এর আগে জয়াকে গত ঈদের দেখা গেছে ঢাকার আলোচিত দুই ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।