উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা কেন জরুরি?
অসংক্রামক রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ বর্তমানে প্রচলিত। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা জরুরি কেন, এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবদুর রহিম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৭তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে কী জটিলতা হয়?
উত্তর : সাধারণত সঙ্গে সঙ্গেই কিন্তু জটিলতা হয় না। জটিলতা হতে অনেক সময় লেগে যায়। যখন জটিলতা শুরু হয়, তখন কিন্তু ফিরে আসা খুব কঠিন কাজ। কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গগুলো উচ্চ রক্তচাপের কারণে আক্রান্ত হয়ে থাকে।
অনেকদিন উচ্চ রক্তচাপ থাকলে হঠাৎ করে স্ট্রোক হয়। স্ট্রোক বিভিন্ন ধরনের রয়েছে। একটি হলো, মস্তিষ্কের রক্তক্ষরণ। আবার মস্তিষ্কের রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়েও উচ্চ রক্তচাপ হয়। দুটোই কিন্তু খুব মারাত্মক। যখন হবে, তখন তো অল্প সময়ে হয়ে যাবে। তখন দ্রুত রোগী মারা যেতে পারে। এমন হতে পারে শরীরের একটি পাশ বিকলাঙ্গ বা অবশ হয়ে যেতে পারে।
দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে কিডনির ওপর প্রভাব পড়ে। এতে কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়। শেষ পর্যায়ে গিয়ে কিডনির কোনো কার্যক্রম থাকে না। কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিস করতে হয়।
হার্টেরও অ্যাটাক হতে পারে। এর কার্যক্রম চলতে থাকে। অনেকদিন হঠাৎ করে তার প্রকাশ ঘটে। এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। সঙ্গে সঙ্গে মারা যেতে পারে অথবা অনেকদিন ভুগতে পারে।