কীভাবে বুঝবেন রক্তস্বল্পতা হচ্ছে?
দেহের হিমোগ্লোবিন কমে গিয়ে রক্তস্বল্পতা হয়। আয়রনের ঘাটতি, পুষ্টিহীনতা, ঋতুস্রাব ইত্যাদি কারণে রক্তস্বল্পতা হয়।
রক্তস্বল্পতার লক্ষণ কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এমপায়ারে প্রাথমিক চিকিৎসা বিভাগে প্র্যাকটিস করেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার হয়।
প্রশ্ন : রক্তস্বল্পতার লক্ষণ কী?
উত্তর : প্রথমে ভালোই থাকে, অতটা দেখা যায় না। রক্তস্বল্পতা যখন মধ্যম থেকে জটিল পর্যায়ে চলে যায়, তখন দেখা যায়। হিমোগ্লোবিন ১১ গ্রাম থাকতে হবে। এর নিচে যদি চলে যায়, তাহলে দেখা যায়, বাচ্চা যখন দৌড়াচ্ছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে, খাচ্ছে না। আবার অনেক সময় দেখি যে একটু সাদা লাগছে। চোখের নিচের অংশ দেখলেও বোঝা যাবে এটিও সাদা। আর মুখের যে সাদাভাব, একে আমরা প্যালোর বলি। এগুলো উপসর্গ।
এ ছাড়া বাচ্চার ক্লান্ত লাগবে। সে কারো সঙ্গে খেলছে না, বাইরে যাচ্ছে না। খেলতে খেলতে হয়তো শিশুটি অজ্ঞানও হয়ে যেতে পারে। যদি গুরুতর হয়, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে।