ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কারা?
অসংক্রামক রোগগুলোর মধ্যে ডায়াবেটিস এক মহামারির নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে ২০০০ সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। ২০৩০ সালে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে।
ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা জরুরি। আর তাই জানা প্রয়োজন কাদের এই রোগের ঝুঁকি বেশি। ডায়াবেটিস কাদের হতে পারে, এ বিষয়ে জানিয়েছে ডা. মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউটের মেডিসিন বিভাগে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৩তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ডায়াবেটিস আসলে কী?
উত্তর : ডায়াবেটিস আসলে একটি মেটাবলিক রোগ। এখানে রক্তের সুগার স্বাভাবিক থেকে বেড়ে যাবে। কেন বাড়বে? আমাদের শরীরে যে অগ্নাশয় নামে একটি গ্রন্থি রয়েছে, সেখান থেকে ইনসুলিন নামে একটি হরমোন আসে, এর পরিমাণ যদি কমে যায় অথবা এটি যদি ঠিকমতো কাজ না করতে পারে, এ জন্য রক্তের সুগার বেড়ে যাবে। একেই আমরা ডায়াবেটিস বলি।
প্রশ্ন : কাদের ডায়াবেটিস হতে পারে?
উত্তর : যাদের মা-বাবার ডায়াবেটিস রয়েছে, তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। যারা সেডেন্টারি জীবনযাপন করেন, অর্থাৎ অলস জীবনযাপন করেন, যারা ধূমপান করেন, যারা ফাস্টফুড জাতীয় খাবার বেশি খান বা তৈলাক্ত জিনিস বেশি খান, তারা ঝুঁকির মধ্যে থাকেন।