ফুসফুসের ক্যানসারের কারণ কী?
ধূমপান করলে ফুসফুসের ক্যানসার হতে পারে। এ ছাড়া কিছু কারণ রয়েছে, যেগুলো ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী।
ফুসফুসের ক্যানসার কী এবং এর কারণ কী, এসব বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. রেজওয়ান ইসলাম। বর্তমানে তিনি সেন্ট মাইকেল হসপিটালে ক্যানসার বিভাগের প্রধান। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৬৩তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার হয়।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসার বিষয়টি আসলে কী?
উত্তর : যখন ফুসফুসে ঘা দেখা যায়, রক্ত দেখা যায়, কাশি হয়—বায়োপসি করার পর যখন দেখা হয় এটি ম্যালিগনেন্ট, তখন আমরা বলব ফুসফুসের ক্যানসার।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের ঝুঁকিতে কারা থাকে?
উত্তর : ধূমপানের কারণে ফুসফুসে ক্যানসার হয়—এটি আমরা জানি। তবে নতুন তথ্য হলো, যারা কখনো সিগারেট খায়নি, নারী—বিশেষত এশিয়ার দেশগুলোতে দেখা যাচ্ছে, কিছু ক্যানসার জিনের মিউটিশনের জন্য হচ্ছে।
তো, আগে আমরা মনে করতাম যে সিগারেট খেলেই ফুসফুসের ক্যানসার হয়, তবে এখন আমরা দেখছি, যারা সিগারেট খায় না, নারী—তাদের জেনিটিক মিউটিশনের কারণে ক্যানসার হচ্ছে।