মূত্রতন্ত্রে যেসব সমস্যা হয়
কিডনি, ইউরেটার, মূত্রথলি ইত্যাদি নিয়ে মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেছেন ডা. এম ফখরুল ইসলাম।
বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২০তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : মূত্রতন্ত্রের কী সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে?
উত্তর : যে রোগগুলোর আমরা বেশি সম্মুখীন হই, সেটি হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রস্রাবের কষ্ট। এর মধ্যে ব্যথা, জ্বালাপোড়া, প্রস্রাব না হওয়া বিভিন্ন সমস্যা হয়। প্রস্রাব ধরে রাখতে পারে না বা প্রস্রাব বের হয় না। ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়ে।
আরেকটি হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আরেকটি প্রচলিত রোগ হলো পাথর। আর হালে যেটি একেবারে বাঘের মতো সমাজকে আক্রমণ করছে সেটি হলো ক্যানসার। ইউরোলজিক্যাল ক্যানসার। এগুলো হলো খুব প্রচলিত সমস্যা।
এ ছাড়া ইউটিআইও খুব প্রচলিত। আমরা দেখি অনেক নারী ইউটিআইতে আক্রান্ত হয়ে থাকে।