অটিজম কেন হয়?

অটিজম হলো শিশুর বিকাশগত সমস্যা। সাধারণত শিশু জন্মগতভাবে এই সমস্যা নিয়ে আসে। সমস্যাটি কেন হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৭৬১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস। বর্তমানে তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই সমস্যা হচ্ছে কেন?
উত্তর : আসলে এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। ধরে নেওয়া হয়, বাবার বয়স বেশি হলে অথবা মায়ের বয়স বেশি হলে অথবা উভয়ের বয়স বেশি থাকলে সে ক্ষেত্রে অটিজম হতে পারে, অথবা বংশে যদি কোনো অটিজম শিশু থাকে, তাহলে হতে পারে। এখন পর্যন্ত কোনো ধারণাকে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
প্রশ্ন : অনেক সময় এমন শিশু জন্ম নিলে মাকে দোষারোপ করা হয়। হয়তো বলা হয়, মায়ের ওপর জিনের আছর আছে, সে বাইরে ঘোরাফেরা করেছে ইত্যাদি। এসবের কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে?
উত্তর : আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মায়ের কোনো কারণে, মায়ের চলাফেরাতে, আচরণে কোনো অসুবিধার জন্য শিশুর অটিজম হয়েছে—এমন কোনো কারণ এখনো দেখা যায়নি। এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আসলে দেখা যায়, বাচ্চা যখন খারাপ হয়, আমরা মাকেই দায়ী করে থাকি। তবে এসবের কোনো ভিত্তি নেই।