‘পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে সম্পর্ক অসুস্থ হয়ে যায়’

সম্পর্কের দুটো রূপ কাজ করে—সুস্থ ও অসুস্থ। অসুস্থ সম্পর্কে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ কমে যায়। সম্পর্কটি মৃত হয়ে পড়ে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২৬তম পর্বে কথা বলেছেন ডা. এস এম আতিকুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সম্পর্কের কী কী ধরনের রূপ থাকতে পারে?
উত্তর : সম্পর্কের দুটো রূপ—এক সুস্থ রূপ, আরেকটি হলো অসুস্থ রূপ। যখন সুস্থ রূপে আমরা থাকব, তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। আমার মানসিক রোগ হবে না। আর অসুস্থ সম্পর্ককেই আমরা বলি এবিউসিভ রিলেশনশিপ। আর এবিউসিভ রিলেশনশিপ বোঝার উপায় হলো, যখন মিউচুয়াল ইন্টারেকশন থাকবে না, পারস্পরিক যোগাযোগ নষ্ট হবে, তখন একজনের ওপর আরেকজনের প্রভাব বিস্তার শুরু হয়ে গেল। তখনই বোঝা যাবে, সম্পর্কটা আসলে স্বাস্থ্যকর নয়। যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকবে না, সেই সম্পর্কটা শেষ পর্যন্ত অসুস্থতার দিকে চলে গেল।