সিজোফ্রেনিয়ার লক্ষণ কী?

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। সাধারণত সিজোফ্রেনিক রোগীদের মধ্যে ১০ ভাগ রোগী আত্মহত্যা করে।
সিজোফ্রেনিয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৫তম পর্বে কথা বলেছেন ডা. দেওয়ান আবদুর রহীম। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রথমে তাদের লক্ষণগুলো কীভাবে প্রকাশ পায়?
উত্তর : তারা হয়তো লেখাপড়া ছেড়ে দিল। এরপর মা-বাবার সঙ্গে কথা বলে না। তাদের চোখের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় না। একসঙ্গে খায় না। একসময় হয়তো সে বাড়ি থেকে বের হয়ে গেল। কোথাও হয়তো হারিয়ে যায়। এই ধরনের রোগীগুলো সিজোফ্রেনিক। এদের ১০ ভাগ লোক আবার আত্মহত্যা করে।
আবার যেমন মৃগী রোগ। চিকিৎসা না নিলে এদের ১০ ভাগও আত্মহত্যা করে। এরপর মদ্যপান, মাদক গ্রহণ করে যারা, তারাও কিন্তু আত্মহত্যা করে। বাংলাদেশের মধ্যে ঝিনাইদহে বেশি আত্মহত্যা করে।