ডায়াবেটিসে চোখের ঝুঁকি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/03/photo-1459663904.jpg)
ডায়াবেটিস হলে চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটি রোগ হওয়ার আশঙ্কা থাকে। এতে চোখ ধীরে ধীরে অন্ধত্বের দিকে চলে যায়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৪৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. সায়েদুল হক। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে আমরা কী বুঝি?
উত্তর : ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলো একটি চোখের সমস্যা। যাঁদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাঁদের চোখের জটিলতার নামই ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আসলে বিষয়টি হলো, চোখের যে রক্তনালি, সেটি ক্ষতিগ্রস্ত হয়। আমরা তো জানি, ডায়াবেটিস হলে দেহের সূক্ষ্ম যে রক্তনালিগুলো থাকে, সেগুলো আক্রান্ত হয়। চোখের যেসব নালি রয়েছে, সেগুলো একদম সূক্ষ্ম নালি। এই নালিগুলো চোখের খাদ্য উপাদানগুলো পরিবহন করে। এখন যদি এই নালিগুলো সরু হয়ে যায়, তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ করতে পারছে না। ডায়াবেটিস নালিগুলো সরু করে ফেলে। এই যে সরবরাহে সমস্যা, এটি হলে যেকোনো টিস্যুর মতো, চোখের যে অংশগুলো রয়েছে, যাকে আমরা রেটিনা বলি, সেগুলো রিঅ্যাক্ট করে। মানে, এই নালিগুলো নতুন নতুন নালির সরবরাহ সৃষ্টি করে। এই নতুন নালিগুলো খুব সহজে রক্তক্ষরণ ঘটায়। যখন রক্তক্ষরণ হবে, তখন স্বাভাবিক যে স্নায়ুগুলো, সেগুলো ধ্বংস হয়ে যাবে। এই যে একটা অবস্থার দিকে যায়, এটিই হলো রেটিনোপ্যাথি।
প্রশ্ন : এটি তো ডায়াবেটিসের একটি জটিলতা, সে ক্ষেত্রে কি কারো ডায়াবেটিস হলেই রেটিনোপ্যাথির আশঙ্কা থেকে যাচ্ছে?
উত্তর : আশঙ্কা থাকে। তবে সবার কিন্তু হয় না। সম্প্রতি যাঁদের ডায়াবেটিস হচ্ছে, তাঁদের বেলায় খুব বেশি সমস্যা দেখা দেয় না। ১০ বছর বা তার বেশি সময় ধরে ডায়াবেটিস থাকলে এটি হওয়ার আশঙ্কা থাকে। রক্তনালির এই রকম পরিবর্তন হতে অন্তত ১০ বছর সময় লাগে। রক্তনালিগুলোর যখন এই পরিবর্তন চলে আসবে, তখন এটি আর পেছন দিকে যাবে না। এটি ক্রমে খারাপের দিকে যেতে থাকবে। এ জন্য সময়কাল, ১০ বছরের পরে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যত বেশি সময় যাবে, তত বেশি বাড়তে থাকবে। এটি হলো একটি সহজ হিসাব।
আরেকটি হিসাব আছে এর সঙ্গে। ডায়াবেটিস যাঁদের আছে, তাঁদের পারিবারিক একটি প্রভাব থাকে। এর সঙ্গে যে শারীরিক অসুবিধাগুলো তার আসে, সেটি হলো ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ। এটি যাঁদের নিয়ন্ত্রণে থাকে না, তাঁদের সমস্যা হয়। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে নেই, তার সঙ্গে হয়তো সে ধূমপান করে, তার মানে সোনায় সোহাগা হলো এই সমন্বয় যাঁদের হবে, তাঁদের ১০ বছরের আগেই বিষয়টি শুরু হতে পারে। এ জন্য সবার বিষয়টি হবে সেটি নয়, তবে হবে হয়তো। কার হবে না, সেই বিষয় আমরা আগে থেকে বলতে পারব না। কাজেই আমরা ধরে নেব, সবারই আশঙ্কা আছে। সবাই ঝুঁকিপূর্ণ। সেভাবেই ভাবতে হবে।