শিশুদের ডায়রিয়া কেন হয়?

গরমে অনেক সময় ডায়রিয়া বেড়ে যায়। আর শিশুরা হয় এর সবচেয়ে বড় শিকার। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর ২৪২৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রিয়াজ মোহাম্মদ। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ অ্যান্ড আইসুলেশন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন: শিশুদের ডায়রিয়া কখনো বছরের কিছু অংশে বাড়ে, কখনো একটু কমে। আবার ডায়রিয়ার ধরনও পরিবর্তন হয়, শীতকালে একধরনের ডায়রিয়া হয়, গরমকালে আরেক রকমের হয়। এই মুহূর্তে শিশুদের ডায়রিয়ার ধরন কী এবং প্রকোপ কেমন?
উত্তর: আসলে আমরা শীতকালে যে ডায়রিয়াটা পাই, সেটা অন্য ধরনের ডায়রিয়া। রোটা ভাইরাসটা শীতকালে খুব বেশি হয়। আর এখন যে ডায়রিয়াটা আমরা পাচ্ছি, এটা একটু ভিন্ন ধরনের। আর মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হচ্ছে, সম্পূর্ণ আবহাওয়াটা খুব আর্দ্র। এতে করে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে নানা দিক দিয়ে। যেমন খাবারের দিক দিয়ে, পানির দিক দিয়ে। এ জন্য আমরা এই মুহূর্তে যে ডায়রিয়া পাচ্ছি সেটি মিশ্র। একধরনের ডায়রিয়া পাচ্ছি যাতে করে জ্বর আসছে। খুব বমি হচ্ছে। তার সঙ্গে ডায়রিয়াও হচ্ছে। একে আমরা ‘একিউট গ্যাসট্রোইন্টারাইটিস’ বলে আখ্যায়িত করছি। আর কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেসিভ ডায়রিয়া হচ্ছে। এই ডায়রিয়ায় রক্ত দেখা যায়, মিউকাস দেখা যায়। এই ধরনের ডায়রিয়াও কিন্তু আমরা খুব বেশি পাচ্ছি। এই ডায়রিয়াগুলো সামলানো খুব কঠিন।
প্রশ্ন: একটি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয় কীভাবে বা কেন?
উত্তর: আসলে এই মুহূর্তে যে কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, এখন রোজার মাস, বেশির ভাগ প্রাপ্তবয়স্করা রোজা রাখেন। তারা হয়তো দিনের বেলা নিজেদের খাবারের বেলায় নজর দিচ্ছেন না। তবে বাচ্চাদের খাবারের বেলাতেও হয়তো নজর দিচ্ছেন না। কেননা নিজেরা হয়তো ক্লান্তিবোধ করছেন, বিশ্রাম নিচ্ছেন বা অন্য কাজ করছেন। বাচ্চাদের খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতাটা হয়তো খুব ভালোভাবে মানা হচ্ছে না। পাশাপাশি একটি গরম আবহাওয়া। খাবারের সংরক্ষণটাও হয়তো ভালো হচ্ছে না। এতে করে ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগ জীবাণুগুলো খুব বৃদ্ধি পাচ্ছে। বাচ্চাদের দিকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। বাচ্চারা হয়তো খারাপ কিছু একটা খেয়ে ফেলছে, একটি রোগজীবাণু তাদের পেটের মধ্যে চলে যাচ্ছে।
প্রশ্ন: গরম বলে তাদের পানি খাওয়া বা গোসল যখন-তখন হচ্ছে। সেটাও বিশুদ্ধ পানি দিয়ে হচ্ছে কি না?
উত্তর: হ্যাঁ, সেটাতো অবশ্যই। পুরোপুরি পারিবারিক যত্নটা একটুখানি কমে গেছে এই রোজার মাসে। অন্যান্য দিকের মনোযোগটা বেশি।
প্রশ্ন: গরমের সময় এই ধরনের ডায়রিয়া বেড়ে যায়, এর কারণ কী?
উত্তর: এই ধরনের ডায়রিয়া বেড়ে যায় এ কারণে যে খাবারগুলো বেশির ভাগ সময় নষ্ট হয়ে যায়। ব্যাকটেরিয়া আক্রান্ত খাবারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনেক সময় ফ্রিজ কাজ করে না। কী কারণে কাজ করে না? এই মুহূর্তে অনেক সময় লোডশেডিং হয়, বিদ্যুৎ থাকে না। এর জন্য ফ্রিজ বন্ধ হয়ে থাকে। খাবার নষ্ট হয়ে যায়। শিশুদের খাবার বা পানীয় খাওয়ানোর বিষয়ে সতর্ক হওয়া উচিত।